অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব থেকে লিনাক্স সার্ভারে কানেক্ট হবার উপায়

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব থেকে লিনাক্স সার্ভারে কানেক্ট হবার উপায়

ধরুন আপনার সার্ভারে কোনো সমস্যা হয়েছে কিন্তু আপনি বর্তমানে আপনার কম্পিউটারের সামনে নেই এবং আপনাকে যত দ্রুত সম্ভব এটি ঠিক করতে হবে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব থাকে তাহলে Android OS এর জন্য ডেভেলপ করা SSH ক্লায়েন্ট বা অ্যাপ এই ধরনের ক্ষেত্রে লাইফ সেভার হিসেবে কাজ করবে।

অ্যান্ড্রয়েড SSH ক্লায়েন্ট

গুগল প্লে স্টোরে বেশ কয়েকটি ফ্রি SSH ক্লায়েন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে বিগত কয়েক বছর ধরে JuiceSSH নামের অ্যাপটি আমার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে আসছি। আপনি যদি আমাকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য একটি ভালো এবং বিশ্বস্ত SSH ক্লায়েন্টের জন্য জিজ্ঞেস করেন তাহলে আমি JuiceSSH রিকমেন্ড করবো।

অ্যান্ড্রয়েডে কিভাবে JuiceSSH ডাউনলোড এবং ইন্সটল করবেন

  • আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবে গুগল প্লে স্টোর ওপেন করুন
  • সার্চ বক্সে JuiceSSH লিখে সার্চ করুন।
  • JuiceSSH ইন্সটল করে ওপেন করুন।

JuiceSSH এর মাধ্যমে SSH প্রোটকল ব্যাবহার করে কিভাবে লিনাক্স সার্ভারে কানেক্ট হবেন

আপনি যদি প্রথমবার JuiceSSH অ্যাপটি ওপেন করেন তাহলে আপনি নিচে দেয়া স্ক্রিনশটের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে Quick Connect প্রেস করুন।

JuiceSSH হোম স্ক্রীন

Quick Connect এ প্রেস করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মতো ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে Type এর জায়গায় SSH সিলেক্ট করুন এবং নিচের বক্সে আপনার ইউজারনেম ও সার্ভার আইপি লিখুন। এই উদাহরণে আমি ইউজারনেম নাম হিসাবে root এবং সার্ভার আইপি হিসাবে 192.168.68.115 ব্যবহার করছি। আপনি আপনার জন্য প্রযোজ্য ইউজারনেম ও সার্ভার আইপি লিখে OK প্রেস করুন।

ইউজারনেম ও সার্ভার আইপি লিখুন

আপনি যদি প্রথমবারের মতো এই সার্ভারে কানেক্ট হন তাহলে আপনাকে Key Fingerprint গ্রান্ট করতে বলা হবে। Accept প্রেস করুন।

SSH কি ফিঙ্গারপ্রিন্ট গ্রান্ট

তারপর আপনাকে আপনার পাসওয়ার্ড টাইপ করতে বলা হবে। পাসওয়ার্ড টাইপ করুন এবং OK চাপুন।

পাসওয়ার্ড টাইপ করুন

আপনি যদি ইউজারনেম, সার্ভার আইপি এবং পাসওয়ার্ড সঠিকভাবে প্রবেশ করেন তাহলে আপনি নীচে দেয়া স্ক্রিনশটের মতো একটি স্ক্রীন দেখতে পাবেন।

সার্ভার লগিন সাকসেস স্ক্রীন

অভিনন্দন আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে SSH প্রোটকলের মাধ্যমে আপনার সার্ভারে সফলভাবে লগ ইন করেছেন।

ভিডিওতে দেখুন -

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব থেকে লিনাক্স সার্ভারে কানেক্ট হবার উপায়

This article is a part of a series.